Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

এক নজরে ২নং চাড়োল ইউ'পি

এক নজরে ২নং চাড়োল ইউনিয়ন পরিষদ

 

১। ইউনিয়নের নামঃ  ২ নং চাড়োল ।

২। ইউনিয়নের মোট এরিয়াঃ ৩১৭১.৫৬ হেক্টর ।

৩। ইউনিয়নের আয়তনঃ ১২.৫২ বর্গ মাইল ।

৪। ইউনিয়ন পরিষদের স্থাপন কালঃ ১৯৬২ খ্রি;।

৫। ইউনিয়নের পরিষদের বর্তমান ভবনঃ ইউ পি কমপ্লেক্স (নির্মাণ তারিখঃ ৩০/১১/২০০২)। মোট ব্যয়ঃ

     ২৬২০৩৮৫/= টাকা । দাতা সংস্থাঃ ইফাদ। 

৬। মোট জনসংখ্যাঃ জন্ম নিবন্ধন মতে,  ২৬১২০ (বিঃ দ্রঃ ০৩/০৮/২০১০ পর্যন্ত)

৭। পরিবার সংখ্যাঃ ৪৬৫৫ টি।

৮। ওয়ার্ড সংখ্যাঃ ৯ টি ।

৯। মৌজাঃ ৯ টি।

 

 

পুরাতন প্রোফাইল(২০১১ সালের পূর্বের চেয়ারম্যান ও মেম্বার গণের নাম)

 

১০। চেয়ারম্যানের নামঃ- মো:আব্দুল বারেক মন্টু ।

১১। মহিলা সদস্যদের নামঃ (ক) মোছাঃ তসলিমা বেগম , (খ)মোছাঃ ফাতেমা বেগম ,(গ)

       মোছাঃ জুলিয়া তাসনিম ।

১২। সদস্যদের নামঃ (ক) শ্রী নরেশ চন্দ্র (১), (খ) মোঃ পইমত উদ্দীন (২), (গ) মোঃ সাজেদুর

       রহমান (৩), (ঘ) মোঃ  মাহাদুর রহমান (৪) , (ঙ) মোঃ শাহালম (৫) , (চ) মোঃ বশির 

        উদ্দীন (৬), (ছ) শ্রীঃ প্রভাত চন্দ্র (৭),   (জ) মোঃ বজলুর রহমান (৮), (ঝ) মোঃ আবুল

        কাসেম (৯)।

 

 

 

নতুন চেয়ারম্যান ও মেম্বারগনের নাম(২০১২ ইং হইতে)

 

২নং চাড়োল ইউনিয়ন পরিষদের সদস্যদের

চেয়ারম্যান : আবু হায়াৎ নুরুন্নবী-(সভাপতি)

      ১. মোঃ দবির উদ্দিন সরকার- (১)

২. মোঃ খলিলুর রহমান- (২)

৩. মোঃ আব্দুল আহাদ - (৩)

৪. মোঃ তোজাম্মেল হক- (৪)

৫. মোঃ ইয়াসিন আলী-  (৫)

৬. মোঃ বশির আলী -(৬)

৭. শ্রী বীরেন্দ্র নাথ সিংহ (৭)

৮. মোঃ দারুল ইসলাম- (৮)

৯. মোঃ আনছারম্নল ইসলাম (৯)

মহিলা সদস্যদের নাম :

1.     রেজিয়া পারভীন

2.    উম্মে কুলসুম

৩. ফেরদৌসি।

 

 

১৩। গ্রাম্য পুলিশের সংখ্যাঃ (ক) মোঃ ফইজুল ইসলাম (দফাদার) ,(খ) মোঃ তসলিম উদ্দীন (মহঃ) , (গ) মোঃ ফিটু খান (মহঃ) , (ঘ) মোঃ সফিকুল ইসলাম (মহঃ) , (ঙ) মোঃ দুলাল হক (মহঃ), (চ)

      মোঃ দরশন আলী (মহ), (ছ) শ্রী   কালু সিংহ (মহঃ)।

১৪। সচিবের নামঃ মোঃ হাবিবুল্লাহ  ।

১৫। মোট আবাদী জমিঃ ২৮৫৪.৪০ হেক্টর , বসত বাড়ী , বনজঙ্গল ও রাস্তাঘাটঃ ৩১৫.১৫ হেক্টর

      প্রায়। চলতি মৌসুমে মোট  আমন আবাদ হয়েছে ২৫৮০ হেক্টর প্রায়।

১৬। চলতি মৌসুমে রবি শস্য যোগ্য জমির পরিমান ২৬০ হেক্টর প্রায় ।

১৭। আখ ও অন্যান্য ফসল অনুমান ১৪.৪০ হেক্টর প্রায় ।

১৮ । সরকারী খাস পুকুরের সংখ্যাঃ(i)দোগাছি হাট পুকুর (১.৩৩ শতক) (ii) আলাই চন্ডি পুকুর

     খালিপুর (.৬৩ শতক )(iii) নয়াদিঘী পুকুর চাড়োল (১.৩৩ শতক)   

১৯। ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র এর পরিচালকগণের নাম :

ক। মোঃ খাদেমুল ইসলাম

খ। মোছা : রেজবী বেওয়া

 

 

‘বিঃ দ্রঃ ইউ আই এস সি চালু আছে , অপারেটর ঠিকমত অফিস করেন ,ইউনিয়ন পরিষদে কম্পিউটার , প্রিন্টার , মডেম, ইউ পি এস , স্ক্যানার , ওয়েব ক্যাম, ডিজিটাল ক্যামেরা  আছে এবং ল্যাপটব ও মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি নাই।

১।                  মাধ্যমিক বিদ্যালয়

(১)  চাড়োল ঊচ্চ  বিদ্যালয় ,মোট ছাএ সংখ্যা ---৫১৩ জন ।

(২)  লাহিড়ী ঊচ্চ  বিদ্যালয় ,মোট ছাএ সংখ্যা ---১১২৬ জন ।

(৩) দোগাছী ঊচ্চ  বিদ্যালয় ,মোট ছাএ সংখ্যা ---২৫৮জন।

(৪) দোগাছী বালিকা ঊচ্চ বিদ্যালয় মোট ছাএ সংখ্য  ১৭৩ জন।

(৫) মধুপুর ঊচ্চ বিদ্যালয়  ঐ--------------------২৭১জন।

(৬)  লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়   ঐ-------------১৯১জন।

(৭)  মধ্য চাড়োল বালিকা ঊচ্চ বিদ্যালয় -------৭২ জন ।

 

২।                   মাদ্রাসা

(৮) মধ্য চাড়োল  আজিজিয়া  মাদ্রাসা  ঐ---------৮৩৬জন ।

(৯)  দোগাছী ইসলামিয়া দাখিল মাদ্রাসা  ঐ------৩৬৬ জন।

(১০)  পরদেশীপাড়া দাখিল মাদ্রাসা   ঐ------৯৫ জন।

(১১) লাহিড়ী সিনিয়র মাদ্রাসা  ঐ-------৪৩৮ জন ।

৩।                     প্রাথমিক বিদ্যালয়

১২। মধ্য চাড়োল সঃপ্রাঃবিঃ -                        ঐ-                    ২০৮ জন

১৩। পরদেশী পাড়া সঃপ্রাঃবিঃ -          ঐ-                    ১৭১ জন

১৪। মধুপুর (২) সঃপ্রাঃবিঃ -              ঐ-                    ১৬৭ জন

১৫। লাহিড়ী  সঃপ্রাঃবিঃ -                 ঐ-                    ৩৭১ জন

১৬। ভোট পাড়া সঃপ্রাঃবিঃ -              ঐ-                    ১৪৬ জন

১৭। মধুপুর (১) সঃপ্রাঃবিঃ -              ঐ-                    ১১৪ জন

১৮। মধুপুর (৩) সঃপ্রাঃবিঃ -             ঐ-                    ১১৭ জন

১৯। সাবাজপুর সঃপ্রাঃবিঃ -               ঐ-                    ৬১ জন

২০। খালিপুর চৌধুরী পাড়া সঃপ্রাঃবিঃ -             ঐ-        ১১৪ জন

২১। দক্ষিণ চাড়োল পতিলা ভাসা -রেঃপ্রাঃবিঃ -    ঐ-        ১৪১ জন

২২। প্রতুষা -রেঃপ্রাঃবিঃ -     ঐ-                                ১৬১ জন

২৩। চাড়োল খোকো পাড়া -রেঃপ্রাঃবিঃ -           ঐ-        ১৩৭ জন

২৪। খালিপুর পুকুর পাড়া -রেঃপ্রাঃবিঃ -             ঐ-        ১৪০ জন 

২৫। নাউরিয়া পাড়া -রেঃপ্রাঃবিঃ -                    ঐ-        ১৩৩ জন

২৬। মহৎ পাড়া -রেঃপ্রাঃবিঃ -                        ঐ-                    ১১৮ জন

২৭। সাবাজপুর  -রেঃপ্রাঃবিঃ -                        ঐ-        ৭৫ জন

২৮। খালিপুর চেন্ধুরী পাড়া -রেঃপ্রাঃবিঃ -            ঐ-        ৭২ জন

২৯। ছোট সিঙ্গীয়া -রেঃপ্রাঃবিঃ -                     ঐ-        ১১৩ জন

            সর্ব মোট ছাত্র সংখ্যা ------------------------------------

                                                            =          ৬৮৯৮ জন

            সর্ব মোট শিক্ষক সংখ্যা    = --------------------- ২১০ জন

 

৪।    ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের তালিকা

গন্যমান্য ব্যক্তিদের নামঃ                                                                  মোবাইলঃ

(ক) আব্দুর রহমান সরকার      (আওমীলীগ ইঊনিয়ন সভাপতি )                         ০১৭২১৯৪০০৬৮

(খ) দিলীপ কুসার চ্যাটর্জি (বাবু) (আওয়ামীলীগ ইঊঃসেঃ)                                  ০১৭১৬৯৪৮৬৭৬

(গ) মোছাঃ আক্তার জাহান (ভিডিপি দলনেত্রী )                                                           ০১৭৩৫৫৬৩৯৫১

গন্যমান্য ব্যক্তিদের নামঃ                                                                                          মোবাইলঃ

(ঘ) মোঃ বজলুর রহমান  (বর্তমান ইঊপি সদস্য ও  ই.ঘ.চ  ইঊঃসেঃ)                      ০১৭১৬৩০৫৪০৩       

(ঙ) মোঃ হাবিব উল্লাহ  (ই.ঘ.চ ইউনিয়ন সভাপতি)                                    .... ... ..  .. .. .. .. .. .. .. ..

(চ) মোঃ সুলতান আলী ( পিতাঃ মৃত- দেলোয়ার হোসেন ) চাড়োল                  ধনার্ঢ্য ব্যক্তি

(ছ) মিঞা মোঃ সহিফুল্লাহ (ই.ঘ.চ, জেলা কমিটির সদস্য ),

শিক্ষক , লাহিড়ী উচ্চ বিদ্যালয় , বিশিষ্ঠ ঔষধ ব্যবসায়ী এবং বিশিষ্ঠ সংঘঠক। .. .. .. .. .. .. . ০১৭১৮০৮৮০ ৭৮

৫।                       ইউনিয়নের মূল সমস্যা কি কি ?

১। অপরিকল্পিত লাহিড়ী হাট ও অন্যান্য বাজার ।

২। পাকা রাস্তার সহিত সংযুক্ত কাঁচা রাস্তার উন্নয়ন ।

৩। রাস্তায় রোপত গাছ -পালার ডাল কর্তন ।

৪। স্যানিটেশন অন অগ্রসতা।

৫। সচেতনতা ও মানুষিকতার অভাব ।

৬। শিক্ষার অভাব ।

৬।ইউনিয়নে ১৩ টি ষ্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে । সভার কার্যক্রম নাই ।

৭। [শিক্ষার হারঃ ৬৫% ।

৮। রাস্তার পরিমানঃ- পাকাঃ কাচা= ১,৫০০কিঃমিঃ ঃ ৪৮ কিঃমিঃ ।

৯। প্রধান প্রধান নদ-নদী ও পুকুরঃ- ১টি ।(তীরনই)

১০। স্টেশন (বাস)ঃ- ১টি ।

১১। কবর স্থান/ শ্মশান ঘাটঃ- ১০/৪ টি ।

১২। খোয়ার ও ফেরীঘাটের সংখ্যাঃ-  ২টি ।
১৪। নলকহপের সংখ্যাঃ- ৩৫০০ । গভীরঃ- ১৪ টি । অগভীরঃ- ৫০০ টি । তারা পাম্পঃ- ১টি।

প্রশাসন সংক্রান্ত

১৫। পরিষদ ভবনের জমির খতিয়ান ও দাগ নম্বরঃ-২৫২+২৬০ দাগ নং ২৭৯,২৮১,ও ২৭৮,২৮৯,২৮২,

­­­­­­­­­­                                                                     ৭১

১৬। অফিসসহ আঙ্গিনারন জমির পরিমানঃ- ৫৭ শতক ।

১৭। নির্মান/মেরামতের  তারিখঃ- ৩০/১১/২০০২।পরিষদের প্রথম সভার তারিখঃ- ১৬/০৪/২০০৩

১৮। ইউপি মাসিকসভা নির্ধারিত প্রতি মাসের ২৭ কারিখে  করা হয় ।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)