গত ২৪ অক্টোবর বিকাল ৩.০০টায় লাহিড়ীর উপজেলার ২নং চাড়োল ইউনিয়ন পরিষদ এর আওতায় লাহিড়ী উচ্চ বিদ্যালয় মাঠে বাল্য বিবাহ প্রতিরোধে স্টুডেন্টস ডাটাবেজ প্রকল্পের আওতায় ছাত্র ছাত্রী, অভিভাবক, ঈমাম ও জনপ্রতিনিধি গণকে নিয়ে বাল্য বিবাহ প্রতিরোধে মত বিনিময় সভা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, এছাড়া বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান, লাহিড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলাল আখতার, চেয়ারম্যান আহসান হাবীব বুলবুল, দিলীপ কুমার চ্যাটার্জী, সমর কুমার চ্যাটার্জী, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, লাহিড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম্যান এ্যাড: জিল্লুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস