Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আজ জাতীয় আয়কর দিবস
বিস্তারিত

আজ ১৫ সেপ্টেম্বর। জাতীয় আয়কর দিবস। ‘সুখি স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’- এই মূল প্রতিপাদ্য নিয়ে বেশ জাঁকজমকপূর্ণভাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দিবসটি উদযাপন করছে। আয়কর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতেই প্রতিবছরের ন্যায় এবারো প্রতিষ্ঠানটি আয়কর দিবস ও মেলা উদযাপন করতে যাচ্ছে। আয়কর বিষয়ে দার্শনিক প্লেটো বলেছেন, ‘একজন বিবেকবান মানুষ সঠিকভাবে করে দেন, বিবেকহীন মানুষ কর প্রদান করেন না’। মানুষের সেই বিবেককে জাগ্রত করার ব্রত নিয়ে রাজধানীসহ সারা দেশে দিবসটি উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। অষ্টমবারের মতো আয়োজিত আয়কর দিবসের শ্লোগান হচ্ছে ‘সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন’। ২০০৮ সাল থেকে জাতীয়ভাবে দিবসটি উদযাপিত হচ্ছে। জাতীয় আয়কর দিবস উপলক্ষে সকালে আয়কর র্যা লি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আয়কর দিবসের উদ্বোধন করবেন। সোমবার সকালে কাকরাইলের রাজস্ব ভবন থেকে শোভাযাত্রা বের হবে। কর বিষয়ক সচেতনতা বাড়াতে ওই র্যা লিতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার ও পোস্টার প্রদর্শন করা হবে। ঢাকা ছাড়াও অন্যান্য বিভাগীয় শহরে সকালে বর্ণাঢ্য র্যাোলির আয়োজন করা হয়েছে। এরপর দুপুরে হোটেল সোনারগাঁও হোটেলে আলোচনা সভা ও সেরা করদাতাদের পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের ২০জন সেরা ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং ঢাকা বিভাগের জেলাসমূহের শ্রেষ্ঠ করদাতাদের সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, অর্থ-প্রতিমন্ত্রী এম এ মান্নান ও বিশেষ অতিথি হিসেবে এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমেদের উপস্থিত থাকার কথা রয়েছে। এবারে ২০১৪-১৫ অর্থ বছরে জতীয় পর্যায়ে ২০ জনসহ মোট ৩৮৭ সেরা করদাতাকে ট্যাক্সকার্ড ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। আয়কর দিবসের উদযাপনের পাশাপাশি ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগীয় শহরে সাত দিনব্যাপী আয়কর মেলার আয়োজন করবে এনবিআর। তবে জেলা শহরে চার দিন, প্রথমবারের মতো ২৯টি উপজেলায় দুই দিন এবং ৫৭টি উপজেলায় এক দিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হবে। এ বছর দেশে প্রথম বারের মতো বিভাগীয় ও জেলা শহরের পাশাপাশি ৮৬ উপজেলায় একযোগে আয়কর মেলা উদযাপন হবে। ফলে ষষ্ঠ বারের মতো আয়োজিত আয়কর মেলা হবে এ যাবৎকালের সর্ববৃহৎ। রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে আয়োজিত আয়কর মেলা শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর উদ্বোধন করার কথা রয়েছে। এবারের আয়কর মেলায় করদাতাদের সেবা দিতে ১৭২টি বুথ থাকবে। এর মধ্যে বৃহৎ করদাতা, প্রতিবন্ধী, সিনিয়র সিটিজেন, মুক্তিযোদ্ধা ও মহিলাদের জন্য পৃথক বুথ থাকবে। ৫৬টি হেল্প ডেস্ক, সোনালী ও জনতা ব্যাংকের ছয়টি বুথ থাকবে। ব্যাংকের বুথের মাধ্যমে করদাতা তৎক্ষণাৎ কর পরিশোধ করতে পারবেন। এ ছাড়া করদাতাদের সুবিধার্থে এ বছরই প্রথম আয়কর মেলায় শুল্ক, ভ্যাট ও জাতীয় সঞ্চয় পরিদপ্তরের পৃথক বুথ থাকছে আয়কর মেলায়। ২০১০ সাল থেকে এনবিআর কর প্রদানে উৎসাহিত করতে আয়কর মেলা চালু করে। প্রথম দিকে ঢাকা ও চট্টগ্রামে ওই মেলা আয়োজন করা হয়। পরবর্তীতে জেলা পর্যায়ে মেলা সম্প্রসারণ করা হয়। মেলায় বড় অঙ্কের রাজস্ব আহরণের লক্ষ্যে কর তথ্য ও সেবা, ই-টিআইএন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয় । সর্বশেষ ২০১৪ সালের পঞ্চমবারের মতো আয়োজিত মেলায় ১ হাজার ৬৭৫ কোটি ৩০ লাখ ৭৩ হাজার ৪৫১ টাকার আয়কর আদায় করে প্রতিষ্ঠানটি। ওই মেলায় প্রায় সাড়ে ছয় লাখ করদাতাকে সেবা প্রদান করে। আয়কর দিবস ও আয়কর মেলার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে সোমবার বিকেলে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান প্রেস বিফ্রিং করেন। এনবিআর চেয়ারম্যান বলেন, আয়কর আদায় বৃদ্ধি করতে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। আর এ উদ্দেশ্য নিয়ে এনবিআর জাতীয় আয়কর দিবস ও আয়কর মেলা উদযাপন করছে। আয়কর মেলায় সর্বোচ্চ পরিমাণ লোকজনকে সেবা দেওয়া হবে। এ জন্য এনবিআরের কর কর্মকর্তারা প্রস্তুত। এবার ৮৬ উপজেলায় আয়কর মেলা ট্যাক্স কার্ড পাচ্ছেন সর্বোচ্চ ২০ করদাতা সেরা ৩৬৭ করদাতা নির্বাচিত

ছবি
ডাউনলোড