ঢাকা সংলগ্ন ও পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নকে সিটি কর্পোরেশনভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে ৭টি ইউনিয়ন ঢাকার দুই সিটি কর্পোরেশনের আওতায় আসছে। এ সব ইউনিয়নে অবকাঠামগত উন্নয়ন ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ায় এ উদ্যেগ নেয়া হয় বলে জানা গেছে।
তবে এর আগে দুই সিটির সীমানা জরিপের কাজ শেষ করা হবে। এর পরই জেলা প্রশাসকের অফিস থেকে সংশ্লিষ্ট ইউনিয়নের নামগুলো পাঠানো হবে সিটি কর্পোরেশনে। এরপর তা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় হয়ে চূড়ান্তভাবে অনুমোদন পাবে।
যেসব ইউনিয়ন সিটি কর্পোরেশনভুক্ত হচ্ছে তার মধ্যে রয়েছে পূর্ব ভাটারা, বাড্ডা, উত্তরখান, দক্ষিণখান। এছাড়া কেরানীগঞ্জ, সুলতানগঞ্জ, ডেমরা ইউনিয়নকেও সিটি কর্পোরেশনের আওতায় আনার প্রস্তাব পাওয়া গেছে।
এর বাইরে মাতুয়াইল এবং শ্যামপুর ইউনিয়নও ঢাকা সিটি কপোরেশন দক্ষিণের অধীনে আনার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত ৭ অক্টোবর সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও ৭টি ইউনিয়নকে সিটি কর্পোরেশনের আনার সুপারিশ করা হয়। সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতে অতিসত্ত্বর এসব ইউনিয়নকে সিটি কর্পোরেশনভুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস