সিরাজগঞ্জে চাঞ্চল্যকর কৃষক নুরুল হক হত্যা মামলায় একই পরিবারের ৩ জন ও ১ নারীসহ ১৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক ডা. ঈমান আলী এই সাজা প্রদান করেন। মামলার অন্য ১৫ জন আসামিকে খালাস দেয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলো- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পুঠিয়া গ্রামের ফজলুল হক, তার স্ত্রী মর্জিনা বেগম, ছেলে মমিন, একই গ্রামের আশরাফুল, আমিনুল, জসিম, বিশা, বাবু, রেজাউল, কুদ্দুস, শামসুল, মমিন, বাবলু ও বেল্লাল।
মামলা সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১২ সালের ২৭ জুন কৃষক নুরুল হকের ওপর সশস্ত্র হামলা চালায় ফজলুল হক ও তার লোকজন। নুরুল হকের মৃত্যু নিশ্চিত ভেবে হামলাকারীরা চলে যাবার সময় আহতের হাত কেপে উঠলে আবারো তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি আঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে এই ঘটনায় নিহতের ছেলে তোফায়েল আহম্মেদ রাসেল বাদি হয়ে উল্লাপাড়া মডেল থানায় ২৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। এই মামলার দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে আদালতক আজ সোমবার এই রায় প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস