ইচ্ছে করলেই আপনি বা আমি কিছুই করতে পারব না, যদি সৃষ্টি কর্তার সম্মতি না মিলে। তবে চেষ্টা করলে আপনি একদিন সফল হবে এতে কোন সন্দেহ নেই। আমি কতটা ভালো তা আমি মুখ ফাটিয়ে বললে হবে না। আমার ভালোটা মানুষের মধ্যে ভাললাগার সৃষ্টি করতে হবে, আমার কাজ, চাল-চলন, কথা বার্তা এগুলো মানুষের ভালো লাগতে হবে তবে মানুষের কাছে আমি ভালো হতে পারবো স্বার্থক হবে এ জীবন। সেই দিনে আমার জীবনে আসবে কিনা আমি জানিনা, চেষ্টা করতে দোষ কি? চেষ্টা করতে থাকবো একদিন সফলতার মুখ দেখবো সেই আসায় নয় ভালোকে টিকিয়ে রাখার জন্য। ধন্যবাদ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস