পরীক্ষা ছাড়াই প্রথম বারেরমত স্নাতক (সম্মান) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ১ অক্টোবর থেকে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের সেশনজট নিরসনে ক্রাশ প্রোগ্রাম গ্রহণ করেছে। শিক্ষার মানন্নোয়নে ২০১৮ সালের মধ্যভাগ হতে বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ সেশনজট মুক্ত করা হবে। এরই প্রেক্ষিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি প্রক্রিয়া আগামী ১ অক্টোবর ২০১৫ থেকে শুরু হবে। ২০১৫-১৬ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি এস এস সি ও এইচ এস সি এর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে হবে এবং কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১ ডিসেম্বর ২০১৫ হতে শুরু হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি নির্দেশিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস