বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে লাহিড়ী হাটে বিভিন্ন এলাকা থেকে মুড়ি ব্যবসায়ী লাহিড়ী হাটে আসায় মুড়ির দাম বেড়ে গেছে। বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি হাট, খোচাবাড়ী হাট, পাড়িয়া হাট, লোহাগাড়া হাট, চৌরঙ্গী হাট, চাড়োল চৌরঙ্গী হাট, দোলুয়া, বটতলী, হরিণমারী হাট, স্কুলের হাট, বাদামবাড়ী হাট, মোড়ল হাট, কুশলডাঙ্গী হাট, হলদিবাড়ী হাট, কালমেঘ হাট, আঘার দিঘী, বালিয়াডাঙ্গী হাট, ডাঙ্গীর হাটসহ এসব হাট গুলিতে পলস্নী এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন মুড়ির ব্যবসা সঙ্গে জড়িত। হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে লাহিড়ী হাটের মুড়ির দাম বেড়ে গেছে। একজন জানায়, বাজার থেকে ধান ক্রয় করে বাড়ীতে নিয়ে গিয়ে সেই ধান সিদ্ধ করে রোদ্রে শুকানো হয়, পরে সেই ধান রাইস মিলে ভাঙ্গানোর পর মুড়ি ভাজানো হয়। তাই আমাদের খরচ অনেক বেশি পড়ে। এজন্য মুড়ির দাম বেড়ে গেছে। বালা রানী, ধনশ্বরী, ঝালিকা, পারম্ন বালা, এরা অনেক দিন ধরে এ মুড়ি ব্যবসা করে আসে। এই মুড়ি ব্যবসার মধ্যে পরিবার পরিজন সহ সকলের জীবিকা নিবারণ করা হয়। তারা বলেন আমাদের ছেলে মেয়ে নিয়ে লেখাপড়া খরচ কাপড় চুপড় ভোরণ পোষণ বাজার খরচ ঔষধ পত্র এসব মুড়ি ব্যবসার মধ্যে দিয়ে জীবিকা নির্বাহ করি। এই দুই একদিন হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে আমরা মুড়ি ভাজার নিয়ে চরম বিপাকে পড়েছি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস