Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বালিয়াডাঙ্গীতে ঈদুল আযহাকে ঘিরে পশু হাট জমে উঠেছে
বিস্তারিত

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ঈদুল আযহাকে ঘিরে পশুর হাট জমতে শুরম্ন করেছে। হাট গুলোতে প্রধান্য পাচ্ছে স্থানীয় খামারের পালীত গরম্ন। তবে ঈদ ঘনিয়ে আসলে ভারতীয় গরম্ন আমদানী বাড়তে পারে বলে স্থানীয় গরম্ন ব্যবসায়ীরা বলেছেন। ঈদ আসেত্ম আর অনেক দিন বাকী থাকলেও এখনেই জমে উঠেছে কুরবানীর গরম্ন হাট। বালিয়াডাঙ্গী উপজেলার বড়পশুর হাটের মধ্যে শুক্রবার লাহিড়ী হাট এছাড়াও এলাকার সর্ব বৃহৎ হাটের মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট অন্যতম হাট। হাটের সাথে সংশিস্নষ্টরা বলেছেন হাট গুলোতে আগাম কুরবানী পশু আসা শুরম্ন করেছে। তবে ক্রেতারা তাম আকাশ ছোয়া চাওয়ায় পশু তেমন বিক্রি হচ্ছে না। উপজেলার লাহিড়ী হাটে গত শুক্রবার গিয়ে দেখা গেছে কুরবানী গরম্ন উঠেছে ব্যাপক। কিন্তু বিক্রেতারা দাম বেশি চাওয়ায় ক্রেতারা গরম্ন তেমন কিনছে না। ক্রেতারা বলছেন এবারে গরম্নর দাম যেমন ভাবে চাওয়া হচ্ছে তাতে গরম্ন কিনার মুশকিল। ক্রেতাদের মতে ঈদের আরও কিছু দিন বাকী। তাই আগাম বেশি দামে গরম্ন কিনতে তারা নারাজ। তবে ক্রেতা আর বিক্রেতারা উভয়ে বলছেন আগামী সপ্তাহের পরে হাটে গরম্নর আমদানী বেড়ে যাবে। আর তখন ক্রেতারা গরম্ন কেনা শুরম্ন করবেন। হাট গুলোতে এখ নপর্যমত্ম ভারতীয় গরম্নর আমদানী মোটামোটি বলে জানান গরম্ন ব্যবসায়ীরা। তবে ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে ভারতীয় গরম্ন আমদানী বেশি হলেও স্থানীয় খামারের বা বাড়ীতে পোশা গরম্নই বেশি প্রাধান্য পাবে বলে মনে করেছেন স্থানীয়রা। পশু আমদানীর ওপর দামের নির্ভর করলেও সকল ধরনের পশুর দাম তুলনা মুলক অনেক বেশি হবে বলে মনে করছে ক্রেতা বিক্রেতারা। গরম্ন হাটের ইজাদাররা বলছেন হাটে এখ নপর্যমত্ম ভারতীয় গরম্ন মহিষের আমদানী কিছুটা কম সিমামত্ম দিয়ে ভারতীয় গরম্ন এখন তেমন আসছে না। তাই এবারে কুরবানীতে দেশীয় গরম্নর কদর থাকবে। তারা আরও বলেন এবারে ঈদে বিভিন্ন এলাকার খামার গৃহস্থদের। বাড়ীর গরম্নই তাদের হাটে প্রধান্য পাবে। যে কারনে ÿতিগ্রস্থরা এবারে আর তেমন খামার গড়ে তুলে নি। তবে বিভিন্ন গ্রামের  গৃহস্থদের বাড়ীতে বাড়ীতে ২-৪টি করে দেশীয় পালন করছেন অনেকেই। আর ঐসব গরম্নই এবারে কুরাবানীর ঈদে ক্রেতাদের প্রধান টার্গেট।

ছবি
ডাউনলোড