মক্কার মসজিদ আল-হারামে ক্রেইন ভেঙে পড়ে ৪০ জন বাংলাদেশী আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুত্বর বলে জানা গেছে। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে।
তবে ক্রেইন ভেঙে ৮৭ জন নিহতদের মধ্যে এখনও কোনো বাংলাদেশি থাকার খবর এখনও পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সৌদি দূতাবাসের এক কর্মকর্তা।
হজের প্রস্তুতির মধ্যেই মুসলমানদের পবিত্রতম স্থান কাবা শরিফ ঘিরে থাকা মসজিদ আল-হারামে একটি ক্রেইন ভেঙে পড়ে অন্তত ৮৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৮০ জন আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ৪০ জন বাংলাদেশি রয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজের অল্প আগে এ দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবের দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, “নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি থাকার খবর আমাদের কাছে নেই। তবে ৪০ বাংলাদেশি আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন জনকে আইসিইউতে রাখা হয়েছে।”
ঘটনার এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে, “মাগরিবের আগে প্রচ- বালু ঝড় শুরু হয়। এ সময় হঠাৎ ক্রেনটি ভেঙে পড়ে। আমাদের চোখের সামনে অসংখ্য মানুষকে আহত-নিহত হতে দেখেছি।” শতাধিক মানুষ আহত হয়েছেন।
কাবা শরিফ ঘিরে বিশ্বের বৃহত্তম এই মসজিদ মুসলমানদের কাছে মহাপবিত্র স্থান। প্রতি বছর ৩০ থেকে ৪০ লাখ লোক এই মসজিদে হজ পালন করতে সমবেত হন, যাদের মধ্যে লাখখানেক বাংলাদেশিও রয়েছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস