Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বালিয়াডাঙ্গীতে ঈদকে সামনে রেখে ব্যাপক ভাবে সীমামত্ম দিয়ে আসছে ফেন্সিডিল
বিস্তারিত

মজিবর রহমান শেখ, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: বালিয়াডাঙ্গী উপজেলার কুরবানী ঈদকে সামনে রেখে সীমামত্ম দিয়ে ব্যাপক ভাবে সীমামত্ম দিয়ে আসছে ফেন্সিডিল। এক শ্রেণির মাদক ব্যবসায়ী অধিক লাভের আশায় সীমামেত্মর পথ গলিয়ে হাজার হাজার বোতল ফেন্সিডিল এনে ঠাকুরগাঁও জেলা শহরে মজুত করছে। ঈদের আগে এবং পরে এসব ফেন্সিডিল বেশ চোরা দামে বিক্রি করে অধিক মুনাফা লাভ করবে এই রকম আশঙ্কা থেকে মাদক ব্যবসায়ীরা শহর ভিত্তিক ছাড়াও বিভিন্ন এলাকায় ফেন্সিডিলের এই মজুতগড়ে তুলছে তথ্য অনুসারে জানা গেছে বর্তমানে ফেন্সিডিল একটি বোতল ৪০০-৪৫০ টাকায় বিক্রি হলেও ঈদের আগে ও পরে এক একটি বোতল দ্বিগুন মূল্যে বিক্রি হবে। ঈদকে সামনে দেদারসে ফেন্সিডিল আসার বিষয়টি নাম প্রকাশ অনুচ্ছুক দুইটি সংস্থার কতিপয় সদস্য গণমাধ্যম কর্মীদের কাছে স্বীকার করলেও তারা বলেন যে, হারে ফেন্সিডিল ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলার প্রবেশ করছে সেই তুলনায় আইন শৃংখলা বাহিনীর তথ্য না থাকায় আটক বা উদ্দার অভিযানে সাফল্য আসছে তাদের মতে সীমামেত্ম করাকরি নজরদাড়ী পাশাপাশি গোটা উপজেলায় পাইকারী ও খুচরা মাদক ব্যবসায়ীর তালিকা প্রস্ত্ততি মুলক রাজনৈতিক বিবেচনা এরিয়ে সারাশি অভিযানে মাধ্যমে এই সব মাদক ব্যবসায়ীকে গ্রেফতার না গেলে বালিয়াডাঙ্গী উপজেলা সহ গোটা এলাকায় ফেন্সিডিলের মজুত রোধ করা যাবে না। সুধি সমাজের অনেকেই এদিক নির্দেশনার প্রতি সমর্থন জানালেও এÿÿত্রে তাদের মধ্যে বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর শক্ত অবস্থানের বিষয়টি প্রশ্নের সৃ©র্ষ্ট করে। খোজ নিয়ে জানা গেছে গত দুইদিনে বালিয়াডাঙ্গী উৃপজেলা আইন শৃংখলা বাহিনী প্রতি শত শত ফেন্সিডিল আটক হয়েছে এবং ফেন্সিডিল আটক করতে গিয়ে মাদক প্রচারকারীদের তোপের মুখে পড়েন আইন শৃংখলা বাহিনী। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার পুলিশ অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে লাহিড়ী হাটের পাঁচপীর নামক স্থানে এরপরও বালিয়াডাঙ্গী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২৬ বোতল ভারতীয় মদ ও ৫ বোতল ফেন্সিডিল এবং ৩৫ বোতল চুয়ানি আটক করেন। এখন বর্তমানে বালিয়াডাঙ্গী সীমামেত্মর পাড়িয়া কামিত্মভিটা সীমামত্ম দিয়ে প্রতিদিন শত শত বোতল ফেন্সিডিল ভারত থেকে নিয়ে আসে ঐ এলাকার নাম ধারী চোরা কারবারী ব্যবসায়ীরা কামিত্মভিটা সীমামেত্মর বিজিবি ক্যাম্প থাকা পরেও প্রতি রাতে শত শত ভারতীয় ফেন্সিডিল ঐ এলাকা দিয়ে আসে। ৩০বিজিবির অধিনায়ক লে. কর্ণেল তুষার বিন ইউনুস বলেন সীমামত্ম দিয়ে মাদক আসার ব্যাপারে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এজন্য বালিয়াডাঙ্গী উপজেলার প্রতিটি সীমামেত্ম কড়া নজরদারী অরোপ করা পাশাপাশি বিভিন্ন সীমামত্ম সংলগ্ন গ্রাম গুলোতে বিজিবির মাদক বিরোধী গন সচেতনতা ও সভা করছেন বলে জানান বিজিবির ঐ অধিনায়ক। এদিকে ফেন্সিডিল শূণ্য কোটায় আসার প্রক্রিয়া ব্যক্ত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বলেন এজন্য আমাদের পুলিশ এর পÿথেকে করণীয় সব রকমের পদÿÿপ গ্রহণ করা হয়েছে এরেই ধারাবাহিকতা এখন প্রায় প্রতিদিনই ফেন্সিডিল আটক উদ্ধারের ঘটনাও ঘটছে বলে জানান বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।  

ছবি
ডাউনলোড