গতকাল শনিবার ২৫শে নভেম্বর সকাল ১০.০০ টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার এ অন্তভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্কীকৃতি পাওয়ায় র্যালী ও আলোচনা সভা হয়। র্যালী নেতৃত্ব দেন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, এছাড়া বালিয়াডাঙ্গী উপজেলা সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, জেলা পরিষদ সদস্য মইনুল ইসলাম, জেলা পরিষদ সদস্যা সুরাইয়া জেসমিন বিউটি, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিয়া এমদাদ, বালিয়াডাঙ্গী থানা ওসি মোস্তাফিজার রহমান, সহ আওয়ামীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী, সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস