মন্ত্রিসভায় অনুমোদিত নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমান বেতন স্কেল অনুযায়ী সর্বনিম্ন ছিল ৪,১০০ এবং সর্বোচ্চ ৪০ হাজার টাকা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই বেতন কাঠামো অনুমোদন করা হয়।
তবে চলতি বছরের ১ জুলাই থেকে বাড়তি মূল বেতন কার্যকর হবে। আর ভাতাসমূহ কার্যকর হবে ২০১৬ সালের ১ জুলাই থেকে।
বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা।
প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন গঠিত পে-কমিশন সর্বোচ্চ ৮৮ হাজার ও সর্বনিম্ন ৮,২০০ টাকা বেতন স্কেলের সুপারিশ দিয়েছিল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস