গ্রামীণফোন, রবির পর এবার ইন্টারনেটের ধামাক্কা অফার দিয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর। মাত্র ৯ টাকায় ২ জিবি ইন্টারনেট কেনার সুযোগ দিচ্ছে কোম্পানিটি।
বাংলালিংক জানিয়েছে, অফারটি পেতে হলে ১৯ টাকা রিচার্জ করে আপনার বন্ধ কিংবা নতুন সিমটি এক্টিভ করতে হবে। মেয়াদ পাবেন ৩০ দিন। অফার চলাকালীন যতবার খুশি ততবার নেওয়া যাবে।
কীভাবে কিনতে হবে এই ইন্টারনেট:
• ৯ টাকায় ২ জিবি কিনতে ডায়াল করুন *১৩২*৩১#
• ১ জিবি ইন্টারনেট এবং ১ জিবি ফেসবুক ডাটা পাবেন।
• ১ জিবি ইন্টারনেট ব্যবহার করা যাবে রাত ২ টা – দুুপুর ২ টা
• ১ জিবি ফেসবুক ব্যবহার করা যাবে ২৪ ঘন্টা
• ব্যালেন্স চেক করতে ডায়াল *১২৪*৫০১#
স্পেশাল কলরেট অফার
• বন্ধ কিংবা নতুন সিম চালু করে ১৯ টাকা রিচার্জ করলেই এই অফার পাবেন।
• উপভোগ করুন ২৫ পয়সা মিনিট যেকোনো বাংলালিংক নাম্বারে (২৪ ঘণ্টা)
• ৬০ পয়সা মিনিট যেকোনো নাম্বারে (২৪ ঘণ্টা)
• ১ সেকেন্ড পালস রয়েছে
• যারা ১০ সেপ্টেম্বর এর পরে এক্টিভ হয়েছেন, তারাই পাবেন।
• যদি কোনো গ্রাহক ২৫ আগস্ট এর পরে এক্টিভ হয়ে ১৯ টাকা রিচার্জ করেন নি, তারা ১০ সেপ্টেম্বর এর পরে ১৯ টাকা রিচার্জ করলেই অফার পাবেন।
• বাংলালিংকের সকল প্রিপেইড, কল এবং কনট্রোল গ্রাহকরা অফারটি উপভোগ করতে পারবেন (আইটপ আপ ছাড়া)
শর্ত সমূহঃ
• ১৫% ভ্যাট এবং ৩% শুল্ক চার্জ প্রযোজ্য
• পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত অফার চলবে।
• আপনার সিমটি বন্ধ সিমের আওতায় কিনা চেক করতে মেসেজে গিয়ে 019XXXXXXXX লিখে 4343 তে পাঠিয়ে দিন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস