মজিবর রহমান শেখ, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি:- বালিয়াডাঙ্গী উপজেলার জাউনিয়া নহনা নদীর ব্রীজে ৩ইউনিয়নের লÿাধিক মানুষ ও ভারী যানবাহন জীবনের ঝুকি নিয়ে চলাফেরা করছে। প্রায় ৫বছর ধরে ব্রীজের এ নাজেহাল অবস্থা থাকলেও কেউ কোন পদÿÿপ নিচ্ছে না। জানা যায় বিট্রিশ আমলে নহনা নদীর উপর ব্রীজটি নির্মাণ করা হয়। এর মধ্যে ১৯৮০ সালের একবার ব্রীজটি মেরামত করা হয় বালিয়াডাঙ্গী উপজেলা শহর হতে ৫কি.মি. দুরে অবস্থিত ব্রীজের উত্তর প্রামেত্ম বালিয়াডাঙ্গী উপজেলা ৮টি ইউনিয়নের মদ্যে ৩টি ইউনিয়ন অবস্থিত। পাড়িয়া, চাড়োল ও ধনতলা ইউনিয়ন ছাড়াও ঠাকুরগাঁওসদর ও পঞ্চগড় জেলার মানুষ এই পথে যাতায়াত করে থাকে। ব্রীজের উত্তর পাশোর্ব ২কি.মি. দুরে রয়েছে এই উপজেলার একমাত্র বড় হাট লাহিড়ী হাট, লাহিড়ী ডিগ্রী কলেজ, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়, লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, লাহিড়ী ফাযিল মাদরাসা, লাহিড়ী সাব-রেজিষ্ট্রার অফিস লাহিড়ী উপজেলা ভূমি অফিস, লাহিড়ী প্রাণী সম্পদ অফিস সহ অসংখ্য শিÿা প্রতিষ্ঠান রয়েছে। ব্রীজের দÿÿণপার্শ্বে ৫কি.মি. এর মধ্যে রয়েছে হাসপাতাল থানা ও উপজেলা পরিষদ। প্রতি নিয়ত ঢাকা গামী কোচ, ট্রাক, মিনিবাস, অটো, পাগলু এই পথে চলাচল করে। উপজেলা ও জেলা শহরে আসেত্ম হলে বিকল্প রাসত্মা না থাকায় বাধ্য হয়ে এই রাসত্মা দিয়েই আসেত্ম হয়। সাবাজপুর গ্রামের খলিলুর রহমান টুলটুল চাড়োল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জানান প্রতি শুক্রবার পশুর হাট বসে লাহিড়ী হাটে এই হাটে ৫-৬লÿমানুষের সমাগম ঘটে। ব্রীজ পূর্ণ নির্মাণ না করলে লÿলÿমানুষের দুভর্গ পোহাতে হবে। জাউনিয়া গ্রামের বিশ্ববসাক মাস্টার জানান লাহিড়ী বুহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিÿক ও পাড়িয়া ইউপির চেয়ারম্যান জিলস্নুর রহমান জানান ব্রীজের উপর দিয়ে আমার স্কুলের শিÿার্থীদের ঝুকিরমধ্যে চলাচল করতে হচ্ছে। ৩নং ধনতলা ইউপির চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী জানান নহনা নদীর উপর ঝুকিপূর্ণ ব্রীজটি পুর্ণ নির্মাণ ৩টি ইউনিয়নের মানুষের প্রাণের দাবী। চাড়োল ইউপির চেয়ারম্যান আবু হায়াত নূরন্নবী জানান, এলাকাবাসী দ্রুুত ব্রীজটি নির্মাণের জন্য সরকারের প্রতি দাবী জানিয়েছেন ব্রীজ নির্মাণের জন্য ৪বছর আগে কর্তৃপÿকে জানানো হয়েছে। উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাইনুল ইসলাম জানান ৫মাস আগে রংপুর বিভাগ উন্নয়ন প্রকল্পের আওতায় বাসত্মবায়ন করার জন্য প্রকল্প পরিচালক বরাবর আবেদন করা হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নানজানান, ব্রীজের দুই প্রামেত্ম ঝুকিপুর্ণ ব্রীজ দিয়ে সাবধানে চলাফেরার করতে সাইবোর্ড লাগানোর জন্য ইউপির চেয়ারম্যানকে বলা হয়েছে বিষয়টি এলজিইডির ঠাকুরগাঁও নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস