সোশাল নেটওয়ার্কি সাইট ফেসবুক সম্পর্কে আমরা আসলে কতটা ভালো ভাবে জানি। আসুন মুক্তমঞ্চ.কম আপনাদের জন্য খুঁজে বের করেছে ফেসবুক সম্পর্কে
(১) পৃথিবীতে প্রতি ১৩ জন লোকের ভিতরে ১ জনের ফেসবুক আইডি আছে।
খুবই স্বাভাবিক ব্যাপার। যতই দিন যাচ্ছে ফেসবুকের জনপ্রিয়তা ততই বাড়ছে।
ফেসবুককে টেক্কা দিতে প্রতিদিন হাজার হাজার নতুন সাইট আসছে। আবার
কালের পরিক্রমায় সব হারিয়ে যাচ্ছে। ফেসবুকের মতো এতো জনপ্রিয় কোনটাই
হতে পারছে না।
(২) ফেসবুক ৭০টি আলাদা ভাষায় দেখা যায়।
ফেসবুক ব্রাউজ করার জন্য পৃথিবীর ৭০টি আলাদা ভাষা দেয়া আছে। আমি বাঙ্গালি,
আমি বাংলা ভাষায় ফেসবুকের সকল খবরাখবর এবং ইন্টারফেস দেখতে পারবো।
(৩) প্রথমদিকে, ফেসবুকের ইঞ্জিনিয়ারেরা “লাইক” বাটনকে “জটিল” বাটন বলতে চেয়েছিলো।
ফেসবুকের কোডিং করার জন্য যে সকল ইঞ্জিনিয়ারেরা কাজ করতো তারা “লাইক” বাটনটিকে
“অসাম” বাটন নাম দিতে চেয়েছিলো। কিন্তু জুকার বার্গের কারনে তা সম্ভব হয়ে ওঠেনি।
(৪) শতকরা ৮৩% সেক্স কর্মীদের ফেসবুকে নিজস্ব পেজ রয়েছে।
সংক্ষেপে বলি স্বল্প সময়ে অধিক পরিচিতি এবং কাষ্টমার খুঁজতে ফেসবুক পেজ তাদের জন্য
চরম সুফল বয়ে আনে।
(৫) দৈনিক অন্তত ৬ লক্ষ বার ফেসবুককে হ্যাক করার চেষ্টা করা হয়।
সম্ভব হয়ে ওঠে না, কারন হ্যাকারদের আব্বারা ফেসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
(৬) ফেসবুক আপনার প্রতিটা লাইক, কমেন্টস, লোকেশন ট্র্যাক করছে।
ভাই, সাবধান। ফেসবুকে উল্টা পাল্টা কিছু করবেন না। উল্টাপাল্টা করলে আপনাকে ধরা
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ওয়ান টুর ব্যাপার। গুরুতর কিছু করে দেখেন, পরে
টের পাবেন।
(৭) আপনি মার্ক জুকারবার্গকে “ব্লক” করতে পারবেন না।
এটা কি সম্ভব বলেন?? যার জন্য আপনি ফেসবুক ব্যবহার করছেন, তাকে কি ব্লক করতে
পারবেন? চেষ্টা করে দেখেন।
(৮) ফেসবুক “পোক” (Poke) এর অর্থ অ-সংজ্ঞায়িত রেখেছে।
ফেসবুক সব কিছুর ব্যাখ্যা দিয়েছে কিন্তু এই পোকের ব্যাখ্যা দেয়নি। কারন পোকের অর্থ
মোটামুটি সবাই জানে। গুতা মারা।
(৯) প্রতিদিন ফেসবুকে সাড়ে পয়ত্রিশ কোটি ছবি আপলোড করা হয়।
দেড়শ কোটি যদি ফেসবুকের সদস্য হয়, তাহলে পয়ত্রিশ কোটি ছবি আপলোড অস্বাভাবিক
কিছু হওয়ার কথা না।
(১০) প্রতিদিন সাড়ে চুয়াত্তর কোটি লোক ফেসবুক ব্যবহার করে।
এগুলা নিয়ে বেশী ঘাটবেন না, মাথার তার ছিঁড়লে মুক্তমঞ্চ.কম কোনভাবেই দায়ী নহে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস