১২ জানুয়ারী ২০১৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা দ্বিতীয় মেয়াদের আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভা শপথ নেয় ২৬ ফেব্রুয়ারি ২০১৫ সে মন্ত্রিসভা সম্প্রসারণ করার হয়। নিযুক্ত হন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম। এর পর হজ ও রাসূল (স) -কে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে ১২ অক্টোবর ২০১৪ মন্ত্রিসভা থেকে অপসারিত হন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী । সর্বশেষে ৭ জুলাই ২০১৫ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরিয়ে সৈয়দ আশরাফুল ইসলামকে দপ্তরবিহীন মন্ত্রী কারার পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রী নিযুক্ত করা হয়। আর ১৪ জুলাই ২০১৫ আরেক দফায় বর্তমান সরকারের মন্ত্রিসভার কলেবর বাড়ানো হয়। এ যাত্রায় মন্ত্রিসভায় নতুন করে ১ জন পূর্ণ ও ২ জন প্রতিমন্ত্রী অন্তর্ভূক্ত হন। আর দুইজন প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। পূর্ণমন্ত্রী পদে নিযুক্ত নতুন মন্ত্রী হলেন নুরুল ইসলাম বি. এস.-সি। আর পদোন্নতি পাওয়া পূর্ণমন্ত্রীরা হলেন স্থপতি ইয়াফেস ওসমান ও আসাদুজ্জামান খান। প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্তরা হলেন নুরুজ্জামান আহমেদ ও বেগম তারানা হালিম। সর্বশেষ ১৬ জুলাই ২০১৫ সৈয়দ আশরাফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ৩৩ জন পূর্ণ মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী রয়েছেন। বর্তমানে মন্ত্রিসভায় মোট সদস্য ৫৩ জন, যার মধ্যে নারী ৫ জন ও টেকনোক্র্যাট মন্ত্রী ৩ জন।
বর্তমান বাংলাদেশের মন্ত্রিসভা :
পূর্ণমন্ত্রী:
০১। প্রধানমন্ত্রী শেখ হাসিনা – মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষ সশস্ত্র বাহিনী বিভাগ
০২। আবুল মাল আবদুল মুহিত – অর্থ
০৩। আমির হোসেন আমু – শিল্প
০৪। তোফায়েল আহমেদ – বানিজ্য
০৫। বেগম মতিয়া চৌধুরী – কৃষি
০৬। মোহাম্মদ নাসিম – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
০৭। সৈয়দ আশরাফুল ইসলাম – জনপ্রশাসন
০৮। খন্দকার মোশাররফ হোসেন – স্থানীয় সরকার , পল্লি উন্নয়ন ও সমাবায়
০৯। রাশেদ খান মেনন – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
১০। অধ্যক্ষ মতিউর রহমান – ধর্ম বিষয়
১১। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন – গৃহায়ন ও গণপূর্ত
১২। আ.ক.ম. মোজাম্মেল হক – মুক্তিযদ্ধ বিষয়ক
১৩। মোহাম্মদ ছায়েদুল হক – মৎস্য ও প্রণিসম্পদ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস