গতকাল মঙ্গলবার দুপুর ২টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মধ্যচাড়োল উন্নয়ন কেন্দ্রে বন্যা পরবর্তী জরুরী ত্রাণ ও পূর্ণ বাসন কার্যক্রম পরিচালনা করা হয়। টিআর অস্ট্রেলিয়া এর সহযোগীতায় বেসরকারী প্রতিষ্ঠান এনজিও এর উদ্যোগে ব্যাপ্টিষ্ট এইড বিবিএসএফ(আইসিডিপি) নর্থ ব্যঙ্গল এর পরিচালনায় এই পুর্ণবাসন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইও অফিসার বালিয়াডাঙ্গী স্যামুয়েল মার্ডী, বিশেষ অতিথি হিসেবে ২নং ৃচাড়োল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জী বাবু, এছাড়া প্রকল্প ব্যবস্থাপক বাপ্টিষ্ট এইড বিবিসিএফ(আইসিডিপিএনবি) মিল্টন সাগর সরকার, বাংলাদেশ আওয়ীমীলীগের ২নং চাড়োল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সেক্রেটারী অখিল রায় সহ সকল স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবারকে ১০ কেজি চাউল, ১ কেজি মুসুরী ডাল ও ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল ও ১০ পেকেট স্যালাইন দেওয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস