রোববার দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মিলে ৩৫৮ কোটি টাকা লেনদেন হয়েছে। এরমধ্যে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৬ কোটি টাকা এবং সিএসইতে ২২ কোটি টাকা। ডিএসইর এ লেনদেন গত সাড়ে ৩ মাসের মধ্যে সর্বনিু। এর আগে চলতি বছরের ২১ জুন ৩০৮ কোটি টাকা লেনদেন হয়েছিল। এছাড়া উভয় শেয়ারবাজারে রোববার মূল্যসূচকের বড় ধরনের পতন হয়েছে। ফলে কমেছে বাজারমূলধন। বিশ্লেষকরা বলছেন, বাজারে কিছুটা সংকট চলছে। ফলে বিক্রির চাপ বাড়ছে। এছাড়া গ্রামীণফোনসহ বড় মূলধনের কোম্পানিগুলোর দরপতনের কারণে বাজার প্রভাবিত হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে রোববার ৩২২টি প্রতিষ্ঠানের ৯ কোটি ৫৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৩৩৬ কোটি ৮০ লাখ টাকা। আগের দিনের চেয়ে যা ৮৭ কোটি ৪৩ লাখ টাকা কম।
এরমধ্যে দাম বেড়েছে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ২৩৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট কমে ৪ হাজার ৮১৪ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৩৪ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়াহ্ সূচক পয়েন্ট ১২ কমে ১ হাজার ১৭০ পয়েন্টে নেমে এসেছে।
ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে কমে ৩ লাখ ৩৪ হাজার কোটি টাকায় নেমে এসেছে। শীর্ষ স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি বলছে, বাজারে কিছুটা সংকট বলছে। ফলে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করছে।
সিএসই : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে রোববার ২৩৬টি প্রতিষ্ঠানের ৬৭ লাখ ৫৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ২২ কোটি ৪৮ লাখ টাকা। এরমধ্যে দাম বেড়েছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ১৬৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১০৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৬১ পয়েন্টে নেমে এসেছে। সিএসই ৩০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬৮ পয়েন্ট কমে ১২ হাজার ৮৫৯ পয়েন্টে নেমে এসেছে। সিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে কমে ২ লাখ ৬৭ হাজার কোটি টাকায় নেমে এসেছে।
শীর্ষ দশ কোম্পাানি : রোববার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হল- ফার কেমিক্যাল, সাইফ পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট অ্যালাইন্স পোর্ট, স্কয়ার ফার্মা, আমান ফিডস,
এসিআই লিমিটেড, গ্রামীণফোন, কাশেম ড্রাইসেল এবং বিএসআরএম স্টিল। ডিএসইতে রোববার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হল- রহিম টেক্সটাইল, চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, লিগেসি ফুটওয়্যার, এফবিএফ আইএফ,
প্যারামাউন্ট টেক্সটাইল, আইসিবি প্রথম
এনআরবি মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ প্রথম মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ড এবং প্রিমিয়ার সিমেন্ট। অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হল- ইস্টার্ন ব্যাংক প্রথম
মিউচুয়াল ফান্ড, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, আমান ফিডস, বিডি ফাইন্যান্স, এপেক্স ফুডস, ইস্টার্ন ব্যাংক এনআরবি মিউচুয়াল ফান্ড, সাফকো স্পিনিং, এপেক্স ট্যানারি এবং সোনারগাঁও টেক্সটাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস