বালিয়াডাঙ্গী উপজেলার হাট বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে দিগুন। অনেক পণ্য সাধারণ মানুষের ক্রয় ÿমতার বাইরে চলে গেছে। গত মঙ্গলবার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটের কাচা বাজার ঘুড়ে দেখা গেছে গত এক সপ্তাহে বেগুন, গাজর, শিম, বর্বটি,আলু, টমেটো, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা কেজিতে ১৩-২০ টাকা করে বেড়েছে। পিয়াজের দাম ৫৫ থেকে ৯০ টাকা কাচা মরিচ ১শত টাকা মাছ মাংসের দাম বেড়েছে কেজিতে ৫০-৮০ টাকা বাজার মনিটরিংয়ের ব্যবস্থা না থাকায় এবং পাইকারী ক্রেতাদের স্টক করে কৃত্রিম সংকট সৃষ্টিকে দাই করেছেন খুজরা বিক্রেতা ও সাধারণ ক্রেতারা তবে বিক্রি কম হলেও ক্রেতা বিক্রেতা তাদের ভিড়ে গতকাল মঙ্গলবার মাত্র কয়েক বছর আগে কুটি যুক্ত নির্মিত মাছ বাজারের সেটের মাছ বিক্রি হয়। অপর দিকে কোরবানী ঈদকে সামনে রেখে বেড়েছে সয়াবিন তৈল গুড় চিনির দাম। সেই সাথে ভেজাল সেমাই বিক্রি হচ্ছে দেদার? বেড়েছে ভেজাল গুড়া মসলা চড়াচড়ি এবং দাম। এ অবস্থা শুধু বালিয়াডাঙ্গী উপজেলাতে নয় খোজ নিয়ে জানা যায় পুরো ঠাকুরগাঁও জেলাতে একই সিন্ডিকেটের স্টক ব্যবসা। এতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ ক্রেতা ও খুজরা ব্যবসায়ীরা। ঈদের আগেই নিত্যপণ্যর বাজারে উদ্যে গতিতে উৎকাণ্ঠিত সাধারণ মানুষ সংশিস্নষ্ট কর্তৃপÿÿর নিয়মিত বাজার মনিটরিং এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরম্নদ্ধে ব্যবস্থা নেওয়া জোর দাবী জানিয়েছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস