বিষয়ঃ আর্থিক সাহায্যের জন্য আবেদন।
জনাব,
সবিনয়ে নিবেদন এই যে, আমি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ২নং চাড়োল ইউনিয়নের ছোটসিঙ্গীয়া গ্রামের মোঃ আদম আলী, পিতা-মৃতঃ খাইরম্নল ইসলাম একজন স্থায়ীবাসিন্দা।আমি একজন গরীব ও দুস্থ পরিবারের লোক। আমার ০৪ বছরের ছোট মেয়ে মোছাঃ সুমাইয়া আক্তার(আখি) তার হার্টফুটা ও টিউমার রোগে আক্রামত্ম।
অতএব, বিধায় প্রার্থনা এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে আমাকে কিছু আর্থিক সাহায্য করতে জনাবের আজ্ঞা হয়।
নিবেদক
(মোঃ আদম আলী)
গ্রামঃ ছোটসিঙ্গীয়া,
বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস