Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বালিয়াডাঙ্গীতে শীতের নতুন ফুলকপির দাম বেশি
বিস্তারিত

বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে বড়বাড়ী, চাড়োল, আমজানখোর, ধনতলা, দুওসুও, ভানোর ও পাড়িয়া সহ এসব ইউনিয়নে ফুলকপির আবাদ সব জায়গায় হয়েছে। এসময় শীতের ফুলকপির বাজারে প্রচুর দামে বিক্রি হয়। পরদেশীপাড়া গ্রামের তজির উদ্দীন এক বিঘা জমিতে ফুলকপির অনুমানিক খরচ হয়েছে ৩০,০০০/- টাকা বর্তমান বাজারে ফুলকপির মন-৮৮০/- টাকা। প্রতি কেজি বিক্রি হয় ৪০/- টাকা। প্রথম তজির উদ্দীন এক বিঘা জমিতে ১৮৮০ কেজি ফুলকপি বিক্রি করে ৭৫২০০/- টাকা বিক্রি করে। এতে খরচ বাদে লাভের সংখ্যায় বেশি। পরে আবার দ্বিতীয় বারের ফুলকপি তুলে বাজারে বিক্রি ৪০০ কেজি মূল্য-১৬০৮০/- টাকা বিক্রি করা হয়। এধরনের ফসল কৃষকের লাভের আগ্রহ জোগায়। এব্যাপারে বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সহকারী কৃষি অফিসার আতাউর রহমান বলেন আমরা কৃষকদের শাক সবজির ব্যাপারে বিভিন্ন রকমের পরামর্শ ও প্রশিÿণ দিয়ে আবাদের আগ্রহ জোগায়।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
23/10/2015